ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

সংবাদ সম্মেলনে ট্রাম্প-পুতিন, জানালেন অগ্রগতি

২০২৫ আগস্ট ১৬ ০৭:৪২:৫৬
সংবাদ সম্মেলনে ট্রাম্প-পুতিন, জানালেন অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রায় তিন ঘণ্টা দীর্ঘ বৈঠক করেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরের এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আলোচনা ছিল ‘অত্যন্ত ফলপ্রসূ’। তবে এখনো কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। তিনি বলেন, “আগামী দিনে অগ্রগতি অর্জনের জন্য আমাদের সামনে একটি বড় সুযোগ রয়েছে।”

ট্রাম্প আরও জানান, তিনি শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন। চুক্তি কার্যকর হবে কেবল তাদের সম্মতিতে। মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, “চুক্তি না হলে কোনো চুক্তিই নেই। আমরা যথেষ্ট অগ্রগতি করেছি, কিন্তু চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি।”

অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধকে একটি “ট্রাজেডি” হিসেবে উল্লেখ করে বলেন, যুদ্ধ থামাতে হলে এর “মূল কারণগুলো” সমাধান করতে হবে। যদিও তিনি নির্দিষ্ট করে কী কারণ বোঝাচ্ছেন তা জানাননি।

পুতিন আরও বলেন, ইউক্রেনীয় ও ইউরোপীয়রা যেন শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করে সে আশা করেন তিনি। পাশাপাশি তিনি ট্রাম্পের শুভ কামনার মনোভাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, “উভয় পক্ষকেই বাস্তবসম্মত ফলাফলের দিকে নজর দিতে হবে।”

রুশ প্রেসিডেন্টের মতে, ট্রাম্প নিজের দেশের সমৃদ্ধির বিষয়ে গুরুত্ব দিলেও তিনি স্বীকার করেছেন—রাশিয়ারও নিজস্ব স্বার্থ রয়েছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে