ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

আল-আরাফাহ ব্যাংকে দুর্নীতি, কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ দাবি

২০২৫ আগস্ট ১০ ১৬:০৩:৫১
আল-আরাফাহ ব্যাংকে দুর্নীতি, কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৫৪৭ জন চাকরিচ্যুত কর্মকর্তা ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতি ও তীব্র অনিয়মের অভিযোগ তুলেছেন।

রোববার (১০ আগস্ট) তারা জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন।

চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ২০ জুলাই থেকে ব্যাংক কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে একের পর এক তাদের চাকরি বাতিল করেছে। প্রতিবাদ হিসেবে তারা গত ২৮ জুলাই থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করেন। তাদের ওপর গত ৭ আগস্ট লাঠিপেটার ঘটনা ঘটে, যেখানে অন্তত ২০ জন গুরুতর আহত হন।

তারা অভিযোগ করেন, ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ স্বজনপ্রীতি এবং ঘুষ গ্রহণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছেন।

চাকরিচ্যুত কর্মকর্তারা আরও বলেন, গত এক বছরে প্রায় দুই শতাধিক নির্বাহী ও কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অধিকাংশের বিরুদ্ধে পূর্ববর্তী প্রতিষ্ঠানগুলোতে আর্থিক দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এই নিয়োগগুলো ব্যাংকের অর্থনৈতিক ক্ষতি সাধন করেছে এবং ব্যাংকের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

তারা বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনার জন্য দ্রুত হস্তক্ষেপ করে তাদের চাকরিতে পুনর্বহাল ও ব্যাংকের শাসনব্যবস্থা সুদৃঢ় করতে সহায়তা করুন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে