ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

বছরের সর্বনিম্ন দামে ৮ কোম্পানির শেয়ার

২০২৫ আগস্ট ১৬ ১২:২০:২২
বছরের সর্বনিম্ন দামে ৮ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহের বৃহস্পতিবার (১৪ আগস্ট) শেয়ারবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির শেয়ার বছরের মধ্যে সর্বনিম্ন দামে লেনদেন হয়েছে। তালিকায় রয়েছে—অ্যাপেলো ইস্পাত, ফ্যামিলি টেক্স, ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, নূরানী ডাইং, রিং শাইন টেক্সটাইল, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

দিন শেষে কোম্পানিগুলোর শেয়ারের দাম দাঁড়ায়—অ্যাপেলো ইস্পাত ৩ টাকা ২০ পয়সায়, ফ্যামিলি টেক্স ২ টাকা ২০ পয়সায়, ফাস ফাইন্যান্স ২ টাকা ৬০ পয়সায়, ইন্টারন্যাশনাল লিজিং ২ টাকা ৬০ পয়সায়, নূরানী ডাইং ২ টাকা ৮০ পয়সায়, রিং শাইন টেক্সটাইল ২ টাকা ৮০ পয়সায়, সোশ্যাল ইসলামী ব্যাংক ৬ টাকা ৯০ পয়সা এবং ইউনিয়ন ব্যাংক ২ টাকা ৮০ পয়সায়। যা গত এক বছরের মধ্যে কোম্পানিগুলোর সর্বনিম্ন শেয়ারদর।

এসব শেয়ারের দর অভিহিত মূল্যের নিচে নেমে গেছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে কোনো ডিভিডেন্ড না দেওয়া, ধারাবাহিক লোকসান আর নতুন নতুন নেতিবাচক খবরের কারণে এ কোম্পানিগুলো ক্রমাগত চাপের মধ্যে ছিল। এর ফলেই শেয়ারদর নেমেছে বছরের সর্বনিম্ন তলানিতে।

তবে যদিও এই দরপতন সাধারণ বিনিয়োগকারীদের জন্য উদ্বেগজনক, কিছু ঝুঁকিপ্রবণ বিনিয়োগকারী পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছেন। তাদের ধারণা, সংশ্লিষ্ট কোম্পানিগুলো যদি পুনর্গঠন, নতুন বিনিয়োগ বা ব্যবস্থাপনা পরিবর্তনের উদ্যোগ নেয়, তাহলে ভবিষ্যতে দামের দিক থেকে ইতিবাচক পরিবর্তন হতে পারে।

অন্যদিকে, বাজারের স্থিতিশীলতা টিকিয়ে রাখতে দুর্বল কোম্পানিগুলো ব্যবস্থাপনার ওপর আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, স্বচ্ছতা বাড়ানো না গেলে এ ধরনের পতন চলতেই থাকবে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছেন, কেবল কম দামে শেয়ার পাওয়া মানেই লাভ নয়—প্রতিষ্ঠানের মৌলিক অবস্থান দুর্বল হলে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে