ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

গাড়ির ভেতর থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

২০২৫ আগস্ট ০৭ ১০:৩২:২০
গাড়ির ভেতর থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং ইয়ং-কিউয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে তার নিজ গাড়ির ভেতর থেকে। সোমবার (৪ আগস্ট) সিওলের দক্ষিণে ইয়ংইন শহরের চিওইন-গু এলাকায় পার্ক করা একটি গাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এবং ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে সং ইয়ং-কিউ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তার ড্রাইভিং লাইসেন্স হারান। তবে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার না করে বিষয়টি প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর তিনি বেশ কয়েকটি নাটক ও চলচ্চিত্র প্রকল্প থেকে নিজেকে সরিয়ে নেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল শেক্সপিয়রের বিখ্যাত নাট্যরূপ ‘Shakespeare in Love’।

ঘটনার দিন এক পথচারী গাড়ির ভেতরে সং ইয়ং-কিউকে অচেতন অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে মৃত ঘোষণা করে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে কোনো আত্মহত্যার চিরকুট বা হত্যার আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বিতর্ক, লাইসেন্স বাতিল ও সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

সং ইয়ং-কিউর হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কোরিয়ান বিনোদন জগতে। ভক্তরা সামাজিক মাধ্যমে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট করছেন।

সং ইয়ং-কিউর অভিনয়জীবনের শুরু হয় ১৯৯৪ সালে, শিশুদের জন্য নির্মিত মিউজিক্যাল ‘দ্য ম্যাজিশিয়ান মিউরুয়েল’-এর মাধ্যমে। এরপর তিনি টেলিভিশন, থিয়েটার ও চলচ্চিত্রে নিজের দক্ষ অভিনয়ের জন্য জনপ্রিয়তা অর্জন করেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে