ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

ডিএমপির জরুরি ঘোষণা

২০২৫ আগস্ট ০৬ ১৮:৪১:৩৪
ডিএমপির জরুরি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালয় ও আশপাশের এলাকায় যেকোনো ধরণের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে। এর আগে চলতি বছরে একাধিকবার এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বুধবার (৬ আগস্ট) এই নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ পার্শ্ববর্তী এলাকায় — যেখানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং অন্তর্ভুক্ত — যেকোনো প্রকারের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞা ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ২৯ ধারা অনুসারে জারি করা হয়েছে এবং আগামী শুক্রবার (৮ আগস্ট) থেকে কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১০ মে একই এলাকায় ডিএমপি সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে