ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

রাজ-শুভশ্রীর সুখের সংসারে প্রাক্তন স্ত্রী শতাব্দী

২০২৫ আগস্ট ০৬ ১১:৪০:২৫
রাজ-শুভশ্রীর সুখের সংসারে প্রাক্তন স্ত্রী শতাব্দী

নিজস্ব প্রতিবেদক : ‘ধূমকেতু’ ছবির ট্রেলার লঞ্চের পর দেব ও শুভশ্রী গাঙ্গুলীর পুনর্মিলন নিয়ে টলিপাড়ায় চলছে জোর আলোচনা। বহু প্রতীক্ষিত এই জুটিকে নিয়ে দর্শকের মধ্যে যেমন উচ্ছ্বাস, তেমনি আলোচনায় উঠে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তীও। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট।

“কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো! আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।”

তিনি আরও লেখেন,“আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই চিনচিনে ব্যথা আমার খুব চেনা।”

শতাব্দী কারও নাম উল্লেখ না করলেও পোস্টের সময় ও ভাষা থেকে ইঙ্গিত মিলছে, এটা রাজকে উদ্দেশ করেই লেখা। কারণ, একসময় রাজের পাশে ছিলেন শতাব্দী, পরে তাঁদের বিচ্ছেদ ঘটে। যদিও রাজ-শুভশ্রীর সংসারে কোনো অশান্তি নেই এবং তাঁরা ছেলেকে নিয়ে সুখেই আছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে