ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

জালিয়াতি-তথ্য পাচারে ফারইস্টের সাবেক সিইও অভিযুক্ত

২০২৫ আগস্ট ০৬ ১৫:০৫:৪৪
জালিয়াতি-তথ্য পাচারে ফারইস্টের সাবেক সিইও অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক : জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে গোপন তথ্য পাচারের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আপেল মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত অন্য দুইজন হলেন—কোম্পানিটির আইটি বিভাগের ইনচার্জ লোকমান ফারুক এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ওসমান গনি।

মামলাটি করেন কোম্পানির আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন। গত ৪ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় এ সংক্রান্ত অভিযোগ দাখিল করা হয়। মামলাটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ১৯, ২১ ও ২২ ধারায় রুজু হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা নিজেদের মধ্যে যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে কোম্পানির প্রধান কার্যালয়ের ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রতারণার মাধ্যমে প্রবেশ করেন। এরপর তারা ফারইস্ট ইসলামী লাইফের ৫৫,০৮৬ জন কর্মকর্তা ও কর্মচারীর জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব, মোবাইল নম্বর, বেতন-ভাতা এবং কর্মী আইডিসহ বিভিন্ন গোপনীয় তথ্য সংগ্রহ করে।

পরে এসব তথ্য ‘সাবলাইন’ নামে একটি প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় বলা হয়, এই তথ্য পাচারের ফলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীদের জীবন ও সম্পদ হুমকির মুখে পড়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে