ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশ ব্যাংককে ১৫০০ কোটি টাকা ফেরত দিল ইসলামী ব্যাংক

২০২৫ আগস্ট ০৭ ০০:০২:৫৪
বাংলাদেশ ব্যাংককে ১৫০০ কোটি টাকা ফেরত দিল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ২০২৩ সালের আর্থিক সংকটের পর বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া তারল্য সহায়তার ১৫ বিলিয়ন টাকা বা ১৫০০ কোটি টাকা ফেরত দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান জানান, গত ৩০ জুন ৮.০৯ বিলিয়ন টাকা এবং ৩১ জুলাই ৭ বিলিয়ন টাকা পরিশোধ করা হয়েছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে—আমানত বাড়ছে, কার্যকারিতা উন্নত হচ্ছে এবং গ্রাহকদের আস্থা ফিরে এসেছে। তিনি আরও জানান, ব্যাংকটি এখন যথাযথভাবে বিধিবদ্ধ তারল্য অনুপাত (SLR) এবং নগদ জমা অনুপাত (CRR) বজায় রাখছে।

ওমর ফারুক দাবি করেন, গত সাত মাসে ব্যাংকটির আমানত ৭০ বিলিয়ন টাকা বেড়েছে এবং বাকি ঋণ আগামী সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করা হবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরও ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এক সপ্তাহ আগে মুদ্রানীতি ঘোষণার সময় তিনি ব্যাংকটির ঘুরে দাঁড়ানো নিয়ে ইতিবাচক মন্তব্য করেন।

২০২৩ সালের শেষের দিকে সংকটে পড়ার পর কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময়ে ইসলামী ব্যাংককে মোট ২৩.০৯ বিলিয়ন টাকার তারল্য সহায়তা দিয়েছিল। এখন সেই অর্থই ব্যাংকটি ধীরে ধীরে ফেরত দিচ্ছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে