ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

গভীর রাতে চা বাগানে ইমাম, এরপর যা ঘটলো

২০২৫ আগস্ট ০৬ ১১:২২:৩২
গভীর রাতে চা বাগানে ইমাম, এরপর যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের একটি চা বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে পুলিশ বাগানের একটি কক্ষ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। নিহত ইমাম উদ্দিন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি সন্দেহে বা নারী সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।” নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে কয়েকজন ব্যক্তি ইমাম উদ্দিনকে আটক করে চা বাগানের একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানেই বেধড়ক মারধর করে। মঙ্গলবার সকালে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে বাগানের সহকারী ব্যবস্থাপক কপিল উদ্দিন লিটন, কর্মচারী নিরঞ্জন গোয়ালা ও আক্কেল প্রধানকে আটক করে।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত আরও একজনঅন্যদিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া চর থেকে বাবু মিয়া (৩৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌ পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, রোববার রাতে তিনটি চোরাই গরু নিয়ে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া দিলে গণপিটুনির শিকার হন তিন ব্যক্তি। ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক ও রাশেদুল ইসলাম নিহত হন। বাবু মিয়া নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে পানিতে ডুবে মারা যান বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে