ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

নির্বাচন আয়োজনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

২০২৫ আগস্ট ০৭ ০০:১৬:২৩
নির্বাচন আয়োজনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আজ বুধবার (৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার আহ্বান জানানো হয়।

চিঠিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচন কমিশনকে এ বিষয়ে পত্র দেওয়ার ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে এখন নির্বাচনী প্রস্তুতি শুরুর অনুরোধ জানানো হলো।

পত্রে আরও বলা হয়, বিগত ১৫ বছরে নাগরিকরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তাই এবারের নির্বাচন যেন একটি আনন্দঘন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটের দিন হিসেবে স্মরণীয় হয়ে ওঠে, সে লক্ষ্যে প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন।

সরকারের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে, প্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে