ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

আজ ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

২০২৫ আগস্ট ০৬ ১০:৩১:৪৩
আজ ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। আজ বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় ঢাকার মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে। এতে নেতৃত্ব দেবেন জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

গতকাল পল্টনে এক সংবাদ সম্মেলনে রাশেদ প্রধান বলেন, “ভারত সরকার খুনি হাসিনাকে এক বছর ধরে রাষ্ট্রীয় মর্যাদায় আশ্রয় দিচ্ছে। তাই আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানাব।”

তিনি আরও বলেন, “আমাদের দাবি, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান, এই কর্মসূচিকে সফল করে তুলুন।”

এ সময় তিনি সকল অংশগ্রহণকারীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে বলেন, “নাশকতা যেন না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।” পাশাপাশি গুলশান এলাকায় সম্ভাব্য যানজটের জন্য আগাম দুঃখ প্রকাশ করেন তিনি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে