ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

ডিবির প্রযুক্তির কাছে হার মেনেই ধরা দিলেন অপু

২০২৫ আগস্ট ০২ ১৪:২৮:৩৮
ডিবির প্রযুক্তির কাছে হার মেনেই ধরা দিলেন অপু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক নারী এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জানে আলম ওরফে অপু অবশেষে গ্রেপ্তার হয়েছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২৬ জুলাই চাঁদা দাবির ঘটনায় গুলশানে শাম্মী আহমেদের বাসায় পুলিশ পৌঁছালে সেখান থেকে কৌশলে পালিয়ে যান অপু। এরপর সাত দিন ধরে প্রতিদিনই বাসা বদল, ফোন বন্ধ রাখা এবং সুনির্দিষ্ট কোনো ঠিকানায় না থাকার মতো কৌশল চালিয়ে যান তিনি।

ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে অবশেষে প্রযুক্তির সহায়তায় গোপীবাগে এক বন্ধুর বাসা থেকে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সেদিন (১ আগস্ট) ভোরেই অপু ঢাকার বাইরে চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

শাম্মী আহমেদের স্বামী আবু জাফর ২৬ জুলাই গুলশান থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন। অপু ছিলেন এই মামলার দ্বিতীয় আসামি। ঘটনার দিনই রিয়াদসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারের পর অপুকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে