ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

২০২৫ আগস্ট ০৬ ১২:১৫:১৫
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) চিনলে বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে নাভাজো জাতিগোষ্ঠীর কর্তৃপক্ষ। খবর—এবিসি নিউজ।

বিধ্বস্ত হওয়া বিমানটি বিচক্রাফট কিং এয়ার ৩০০ মডেলের এবং এটি পরিচালনা করছিল সিএসআই এভিয়েশন নামের একটি বেসরকারি সংস্থা। বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্ক থেকে যাত্রা শুরু করেছিল এবং চিনলে শহরের ইন্ডিয়ান হেলথ সার্ভিস হাসপাতাল থেকে একজন সংকটাপন্ন রোগী আনতে যাচ্ছিল।

দুর্ঘটনার সময় বিমানে ছিলেন:দুইজন পাইলট,দুইজন চিকিৎসা কর্মী

বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই চিনলে বিমানবন্দরের কাছাকাছি আগুনসহ বিধ্বস্ত হয় এবং চার আরোহীই ঘটনাস্থলে প্রাণ হারান।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়, তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) বিষয়টি তদন্ত করছে।

নাভাজো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক শেরেন সান্দোভাল জানিয়েছেন, বিমানটি একজন রোগীকে নিয়ে ফিরে আসার পরিকল্পনায় ছিল। তবে সেই রোগীকে বিমানটি তোলার আগেই দুর্ঘটনাটি ঘটে, ফলে রোগীর বর্তমান অবস্থান বা অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

এটি চলতি বছরে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মারাত্মক মেডিকেল বিমান দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল ফ্লাইট বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে