ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫
Sharenews24

লোকসানের খাতায় তিন বহুজাতিক কোম্পানি

২০২৫ আগস্ট ০১ ১৯:৪৫:৫৯
লোকসানের খাতায় তিন বহুজাতিক কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩টি বহুজাতিক কোম্পানির মধ্যে চলতি অর্থবছরের এপ্রিল-জুন’২৫ প্রান্তিকে তিনটি কোম্পানি লোকসানের শিকার হয়েছে। কোম্পানিগুলো হলো- বাটা সু, আরএকেসিরামিকস ও সিঙ্গার বাংলাদেশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে বাটা সু চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফায় ছিল, কিন্তু দ্বিতীয় প্রান্তিকে বড় ধরনের লোকসানের শিকার হয়েছে।

আরএকে সিরামিক আগের বছরের প্রথম প্রান্তিকেও লোকসানে ছিল। এবার লোকসানের পাল্লা আরও ভারি হয়েছে। তবে আগের বছর প্রথম প্রান্তিকে কোম্পানিটি মুনাফায় থাকলেও এবছর লোকসানে পড়ছে।

অন্যদিকে, সিঙ্গার বাংলাদেশ দ্বিতীয় প্রান্তিকে বড় লোকসানের মুখে পড়েছে, যেখানে আগের বছর মুনাফা ছিল। অন্যদিকে, আাগের বছর দুই প্রান্তিকে কোম্পানিটি মুনাফায় থাকলেও এবছর লোকসানে পড়েছে।

বাটা সু

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) বাটা সু’র শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৩ টাকা ৭৩ পয়সা।

অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৭ টাকা ১৬ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২৯ টাকা ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১১ টাকা ৫০ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২৯ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২২০ টাকা ২২ পয়সা।

আরএকে সিরামিকস

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) আরএকে সিরামিকসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০২ পয়সা ।

অন্যদিকে, চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি –জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০৯ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৭ টাকা ৩৮ পয়সা।

সিঙ্গার বাংলাদেশ

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) সিঙ্গার বাংলাদেশের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৫৮ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬১ পয়সা।। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৩৭ পয়সা।

প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১২ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ৯৩ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২৫ টাকা ৮১ পয়সা।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে