ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

৪০০ নাগরিক নিয়ে নতুন দেশের ঘোষণা

২০২৫ আগস্ট ০৬ ১২:৪৮:৫৮
৪০০ নাগরিক নিয়ে নতুন দেশের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ইউরোপের দানিয়ুব নদীর তীরে, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যবর্তী ১২৫ একরের একটি বিরোধপূর্ণ ভূখণ্ডে গড়ে উঠেছে নতুন একটি ক্ষুদ্র রাষ্ট্র—‘দ্য ফ্রি রিপাবলিক অব ভারদিস’। দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করেছেন মাত্র ২০ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক ড্যানিয়েল জ্যাকসন।

২০১৯ সালের ৩০ মে, মাত্র ১৮ বছর বয়সে ভারদিসের স্বাধীনতা ঘোষণা করেন জ্যাকসন। শৈশবে বন্ধুদের সঙ্গে শুরু করা এক কল্পনার খেলাই একসময় বাস্তবে রূপ নিতে শুরু করে। বর্তমানে ভারদিসে রয়েছে নিজস্ব পতাকা, মন্ত্রিসভা, মুদ্রা, এমনকি পাসপোর্টও। দেশটির নাগরিক সংখ্যা প্রায় ৪০০। তবে নাগরিকত্ব দেওয়া হয় কেবল বিশেষ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের—যেমন চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

ভারদিসের অবস্থান এমন একটি ‘নো-ম্যানস ল্যান্ড’-এ, যেটি ক্রোয়েশিয়া বা সার্বিয়া কেউই নিজেদের দাবি করে না। এই সুযোগে জ্যাকসন রাষ্ট্র গঠনের দাবি জানান। তবে ২০২৩ সালের অক্টোবরে ক্রোয়েশিয়ান পুলিশ ভারদিসে প্রবেশের সময় জ্যাকসনসহ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং তাকে আজীবনের জন্য ক্রোয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। জ্যাকসনের অভিযোগ, ক্রোয়েশিয়া এখন ভারদিস সীমান্তে নজরদারি বসিয়েছে।

বর্তমানে তিনি নিজেকে নির্বাসিত সরকারপ্রধান দাবি করছেন এবং সার্বিয়ার বেলগ্রেদ থেকে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছেন। জ্যাকসন জানান, সার্বিয়ান কর্তৃপক্ষ তার প্রতি তুলনামূলকভাবে সহানুভূতিশীল।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে