ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

শিবির-বাম বিতর্কে পিনাকী ও মির্জা গালিবের মন্তব্য

২০২৫ আগস্ট ০৬ ১৬:৩২:৫৯
শিবির-বাম বিতর্কে পিনাকী ও মির্জা গালিবের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের একটি চিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সৃষ্ট উত্তেজনা ও বিতর্ক এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই বিতর্কে যোগ দিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য, যারা নিজেদের ফেসবুক পোস্টে ঘটনাটি নিয়ে মন্তব্য করেছেন।

‘পাকিস্তানি’ ট্যাগ পুরনো রাজনীতি: ড. মির্জা গালিব

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ঢাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব এই ঘটনাকে দেশের তরুণদের মুসলিম আত্মপরিচয়ে ফেরার বিরুদ্ধে পুরনো রাজনৈতিক কৌশল বলে অভিহিত করেছেন। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, "এ দেশের তরুণদের মুসলিম আত্মপরিচয়ে ফেরার ঘটনাকে বামরা পাকিস্তানপন্থী বইলা ট্যাগ করতে চায়। এই ট্যাগ যে আর এই দেশে আর কাজ করবে না, এইটা বামরাও জানে।" তিনি আরও বলেন, এই ধরনের ট্যাগ দেওয়া ছাড়া বাম দলগুলোর আর কোনো রাজনীতি নেই।

‘ডাকসুতে ভিপি ইলেকশন হউক’: পিনাকী ভট্টাচার্য

এদিকে, এই ঘটনা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। মঙ্গলবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে করা এক পোস্টে তিনি লেখেন, "মেঘমল্লার বসু আর সাদিক কাইয়ুম ডাকসুতে ভিপি ইলেকশন করুক। কার আস্তানা কোথায় হয়না, সেটা সাধারণ ছাত্রছাত্রীরাই বুঝিয়ে দিক।"

তিনি তার পোস্টের শেষে ছাত্র ইউনিয়নের নেতাকে কটাক্ষ করে প্রশ্ন ছোড়েন, "মেঘমল্লার বসু আবার বলবে নাতো- খেলবো না?"

ঘটনার সূত্রপাত

উত্তেজনার শুরু হয় ছাত্রশিবিরের আয়োজিত "৩৬ জুলাই, আমরা থামব না" শীর্ষক একটি তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী থেকে। টিএসসি চত্বরে আয়োজিত এই প্রদর্শনীতে যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ জামায়াত নেতাদের ছবি প্রদর্শন করা হয়।

এর প্রতিবাদে কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন, বিশেষ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিক্ষোভ করে এবং "সাদিক কায়েম পাকিস্তানি" স্লোগান দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে প্রদর্শনীর বিতর্কিত অংশটি সরিয়ে ফেলা হয়। ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পর তারা শিবিরকে ছবিগুলো সরিয়ে ফেলতে বলেন এবং শিবির তা করেছে।

ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি বিবৃতি

এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে ইসলামী ছাত্রশিবিরের কর্মকাণ্ডের নিন্দা জানায়। অন্যদিকে, শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ দাবি করেন, তাদের উদ্দেশ্য ছিল বিচারিক হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরা এবং তাদের প্রদর্শনীর একটি অংশ নিয়ে কৃত্রিম বিতর্ক তৈরি করা হয়েছে।

এই পাল্টাপাল্টি দোষারোপ ও মন্তব্যের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে এবং তা জাতীয় পর্যায়েও আলোচনার জন্ম দিয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে