ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

বিদেশি বিনিয়োগে বাংলাদেশের বড় সাফল্য

২০২৫ আগস্ট ০৬ ১৬:০৮:৩৭
বিদেশি বিনিয়োগে বাংলাদেশের বড় সাফল্য

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর এবং অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (FDI) উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলায় সরকারের দৃঢ় অবস্থান ও উদ্যোগ এই প্রবাহ বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে নিট এফডিআই দাঁড়িয়েছে ৮৬৪.৬৩ মিলিয়ন ডলার, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১১৪.৩১ শতাংশ বেশি। ২০২৪ সালের প্রথম প্রান্তিকে এ প্রবাহ ছিল ৪০৩.৪৪ মিলিয়ন ডলার।এছাড়া, এই বিনিয়োগ প্রবাহ ২০২৪ সালের শেষ প্রান্তিকের তুলনায় ৭৬.৩১ শতাংশ বেশি।

মূলধনী বিনিয়োগ (Equity Investment) একই সময়ে দাঁড়িয়েছে ৩০৪.৩৮ মিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি (১৮৮.৪৩ মিলিয়ন ডলার)।

অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "সরকারি-বেসরকারি খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ এখনো কিছুটা পিছিয়ে। সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধান কঠিন হলেও ধাপে ধাপে অগ্রগতি হচ্ছে।"

বিডা ও বেজার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, "উচ্চ প্রভাবসম্পন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, ওয়ান-স্টপ সার্ভিস উন্নয়ন, বিনিয়োগকারীদের সমস্যার সমাধান এবং একটি শক্তিশালী বিনিয়োগ পাইপলাইন তৈরি—এই চারটি বিষয়কে আমরা অগ্রাধিকার দিচ্ছি।"

তিনি আরও জানান, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ ৫০টি দেশের ৪১৫ জন প্রতিনিধি অংশ নেন, যেখানে প্রায় ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আসে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ২০৪৬ সালের মধ্যে ২০টি নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এই মাস্টার প্ল্যানের আওতায় দেশজুড়ে ধাপে ধাপে বাস্তবায়ন হবে এই অঞ্চলগুলো। বিশ্বব্যাংকের অর্থায়নে তৈরি এই পরিকল্পনা অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ এবং বিনিয়োগকারীর আস্থা অর্জনে সহায়ক হবে।

নতুন ডিজাইনকৃত বিডা ওয়েবসাইট ও ওয়ান-স্টপ সার্ভিস (OSS) পোর্টাল বিনিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে OSS পোর্টাল ৩৫টি সরকারি সংস্থা, ১২টি ব্যাংক এবং ৫টি চেম্বারের ১৩৩টি সেবা প্রদান করছে।

বেপজা’র নির্বাহী পরিচালক আবু সাইয়েদ মো. আনোয়ার পারভেজ জানান, ২০২৪-২৫ অর্থবছরে বেপজা’র ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলে মোট ২৯২.৭৭ মিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে এবং ৩৩টি নতুন চুক্তি সই হয়েছে।

এতে ৫৯,৪০৮ জনের সম্ভাব্য কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ভারতসহ আরও কয়েকটি দেশ।

পরিকল্পনা কমিশনের জিইডি সদস্য ড. মনজুর হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, "রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পরিবেশ অনুকূল থাকলে এই ধারা অব্যাহত থাকবে।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে