ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

পাকিস্তানি নারীর সঙ্গে মোদির সম্পর্কের পেছনের গল্প

২০২৫ আগস্ট ০৬ ১৫:১১:১৯
পাকিস্তানি নারীর সঙ্গে মোদির সম্পর্কের পেছনের গল্প

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—যিনি প্রায়শই কট্টর হিন্দুত্ববাদের অভিযোগে সমালোচিত হন, তাঁরই রয়েছেন একজন ‘পাকিস্তানি বোন’। নাম কোমার মহসিন শেখ। তিনি প্রতি বছর মোদির হাতে নিজ হাতে তৈরি রাখি পরিয়ে দেন।

১৯৮১ সালে পাকিস্তানের করাচি থেকে ভারতে আসেন কোমার। বর্তমানে থাকেন গুজরাটের আহমেদাবাদে। গত ৩০ বছর ধরে তিনি মোদিকে নিয়মিত রাখি পরিয়ে আসছেন।

ইন্ডিয়া টুডে-র বরাতে জানা গেছে, কোমার যখন ভারতে আসেন, তখন গুজরাটের প্রাক্তন রাজ্যপাল স্বরূপ সিংয়ের মাধ্যমে তাঁর সঙ্গে মোদির পরিচয় হয়। বিমানবন্দরে সেই প্রথম সাক্ষাতে মোদিকে 'ভাই' হিসেবে গ্রহণ করেন কোমার। সেই থেকে শুরু হয় এই ভ্রাতৃ-বন্ধন।

কোমার বলেন,“প্রতি বছরই আমি নিজ হাতে রাখি তৈরি করি। দোকান থেকে কিছু কিনে দিই না। এক মাস আগে থেকেই প্রস্তুতি নিই। ৪-৫টি রাখি বানাই, যেটি সবচেয়ে ভালো লাগে, সেটিই মোদির হাতে বাঁধি।”

তিনি আরও জানান, মোদি তাঁর হাতে তৈরি রাখিই বেশি পছন্দ করেন। সেই সঙ্গে নিজের লেখা গুজরাটি ভাষায় শুভেচ্ছা বার্তাও মোদিকে দেন তিনি।

এ বছরও কোমার রাখি তৈরি করেছেন এবং আশা করছেন, মোদি তাকে রাখি পরানোর সুযোগ দেবেন।

প্রসঙ্গত, কোমার যখন মোদিকে রাখি পরানো শুরু করেন, তখন তিনি ছিলেন আরএসএস সদস্য। গুজরাটের মুখ্যমন্ত্রী ও পরে প্রধানমন্ত্রী হলেও এই সম্পর্ক অটুট রয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে