ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
Sharenews24

দেব-শুভশ্রী বিতর্কে রাজ চক্রবর্তীর সোজাসাপ্টা উত্তর

২০২৫ আগস্ট ০৫ ১৪:৪৯:১০
দেব-শুভশ্রী বিতর্কে রাজ চক্রবর্তীর সোজাসাপ্টা উত্তর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১০ বছর পর ফের একসঙ্গে পর্দায় ফিরছেন টলিউডের আলোচিত জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। তাদের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট। এ উপলক্ষে সোমবার (৪ আগস্ট) অনুষ্ঠিত হয় সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।

অনুষ্ঠানে দেব-শুভশ্রী ছিলেন প্রাণবন্ত, মজায়-আড্ডায় মাতিয়েছেন দর্শকদের। তবে ভক্তদের কৌতূহল ছিল আরেক জায়গায়—এই অনুষ্ঠানে শুভশ্রীর স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তী কেন ছিলেন না?

এই প্রশ্নের উত্তরে রাজ বলেন “অনেক মিটিং আর কাজ ছিল। তাছাড়া, আমি তো এই ছবির সঙ্গে যুক্ত নই, একটা তৃতীয় পক্ষ। এটা তো আমার বিয়ে নয় যে আমাকে থাকতে হবে!”

তিনি বলেন, শুভশ্রী ও দেব দু’জনেই পেশাগত কারণে খুব ব্যস্ত, তাই কে কোথায় যাচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে কোনো জটিলতা নেই।

রাজ বলেন,“দেবের প্রাক্তন বান্ধবী এখন আমার স্ত্রী। প্রত্যেক মানুষেরই একটা অতীত থাকে। আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে বারবার কথা বললে কি ভালো লাগে?”

তিনি আরও বলেন,“প্রাক্তন নিয়ে কথা বলা কোনো অপরাধ নয়। বরং সেখানে অনেক স্মৃতি, ইতিবাচকতা থাকে। সেই অতীতই হয়তো এই অনুষ্ঠানে নতুন মাত্রা এনেছে। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।”

রাজের মতে, দেব-শুভশ্রী জুটির পুনরাবির্ভাবই বড় বিষয়। অতীতের সম্পর্ক নয়, সিনেমাটির সফলতা নিয়েই তিনি আগ্রহী।

“দশ বছর পর একটা জুটি ফিরছে। সেটা যেন সফল হয়—এই চাওয়া সবার। এটা বন্ধুত্ব বা অতীত নিয়ে আলোচনা নয়, বরং সিনেমার জন্য গর্বের মুহূর্ত।”

‘ধূমকেতু’ ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। দেব ও শুভশ্রীকে আবার একসঙ্গে বড় পর্দায় দেখতে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে