ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

‘গোপন চুক্তি’ নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থ উপদেষ্টা

২০২৫ আগস্ট ০৬ ১৭:৪২:০১
‘গোপন চুক্তি’ নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক সংক্রান্ত বিষয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

বুধবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “মার্কিন শুল্ক নিয়ে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ (গোপনীয়তা চুক্তি) হয়েছে, তবে এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) আওতাধীন নয়। এটি দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার ভিত্তিতে তৈরি একটি সমঝোতা, যেখানে প্রতিযোগী দেশগুলোর বাণিজ্যিক স্বার্থ বিবেচনায় গোপনীয়তা বজায় রাখা হয়েছে।”

ড. সালেহউদ্দিন বলেন, “চূড়ান্ত চুক্তির আগে দর-কষাকষির সুযোগ এখনও রয়েছে। শুল্ক হার যদি কিছুটা কম হতো, তবে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা আরও বাড়তো। তবুও তুলনামূলকভাবে বাংলাদেশের অবস্থান এখনও শক্তিশালী।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “সরকার এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তবে নির্বাচনী বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে