ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে নির্বাচনী ঘোষণার ক্ষণিকের উত্তাপ

২০২৫ আগস্ট ০৬ ১৫:০৫:২৯
শেয়ারবাজারে নির্বাচনী ঘোষণার ক্ষণিকের উত্তাপ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা বাজারে এক মুহূর্তের জন্য আশার বার্তা নিয়ে এলেও, দিনের শেষে সেই আশা স্থায়ী হয়নি। আজ বুধবার (৬ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণার খবরে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ দেখা দেয়। তারই প্রভাব পড়েছিল শেয়ারবাজারে।

দিনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৪১ পয়েন্টে, যা বিনিয়োগকারীদের আস্থা এবং ইতিবাচক প্রত্যাশার প্রতিফলন হিসেবে দেখা হয়। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ইতিবাচক ধারা টেকেনি। বিক্রির চাপে সূচক ক্রমেই নিচে নেমে আসে এবং শেষ পর্যন্ত প্রায় ১৫ পয়েন্ট কমে যায়।

বিশ্লেষকরা বলছেন, এই পতন বাজার সংশোধনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। অনেক বিনিয়োগকারী তাৎক্ষণিক মুনাফা তুলে নিতে চাওয়ায় বিক্রির চাপ বেড়ে যায়। তবে সূচকের প্রাথমিক উত্থান প্রমাণ করে, বাজার রাজনৈতিক স্থিতিশীলতার সম্ভাবনায় ইতিবাচক সাড়া দিচ্ছে।

তারা আরও মনে করেন, নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক অস্থিরতা প্রশমনের আভাস বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে সহায়ক হবে। অর্থনীতি পুনরুদ্ধার ও নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণেও বাজারে ইতিবাচক গতি আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ১৮৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার সাড়ে ১২৫ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠান লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৪টির দর বেড়েছে, ১৮৪টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৮৮৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৯১১ কোটি ৭৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ২১ কোটি ৭৮ রাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৫৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টির, কমেছে ১১২টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৩১.১৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৮৬.১৯ পয়েন্ট কমেছিল।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে