ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

৫০ স্কুলকে জরুরি নির্দেশনা

২০২৫ আগস্ট ০৬ ১৮:১৬:২৩
৫০ স্কুলকে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : আর্থিক সহায়তা পায়নি। এসব ভুল সংশোধনে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের ৭ আগস্টের মধ্যে তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে।

গত ৩০ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব লিউজা-উল-জান্নাহ।

অনুদান প্রাপ্তিতে যেসব সমস্যা চিহ্নিত হয়েছে:

৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বর ভুল থাকায় অর্থ পাঠানো যায়নি।

৪৬২ জন শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীর নগদ একাউন্টের কেওয়াইসি (KYC) তথ্য অনুপস্থিত থাকায় অনুদান বিতরণ সম্ভব হয়নি।

২০২৪-২৫ অর্থবছরের অনুদান বিতরণ পরিকল্পনা:

শিক্ষাপ্রতিষ্ঠান: ১০১টি

শিক্ষক-কর্মচারী: ২৫০ জন

শিক্ষার্থী: মোট ৭,১০০ জন

ষষ্ঠ-অষ্টম শ্রেণি: ২,৪৫০ জন

নবম-দশম শ্রেণি: ১,৫৯৭ জন

একাদশ-দ্বাদশ শ্রেণি: ১,৪২৮ জন

স্নাতক ও তদূর্ধ্ব: ১,২৭৪ জন

এই তালিকা ১৭ জুন ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

যেসব শিক্ষার্থী বা শিক্ষক-কর্মচারী এখনও টাকা পাননি, তাদের নগদ একাউন্টের কেওয়াইসি তথ্য ৭ আগস্টের মধ্যে আপডেট করতে হবে।

ব্যাংক হিসাব ভুল রয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে সংশোধিত তথ্য—ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, শাখা, রাউটিং নম্বর, শিরোনাম ইত্যাদি—প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর ও গভর্নিং বডির সভাপতির প্রতিস্বাক্ষরসহ একই সময়সীমার মধ্যে [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তথ্য সঠিকভাবে সরবরাহ না করা হলে অনুদান বিতরণ প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে, যা উপকারভোগীদের ক্ষতির কারণ হতে পারে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে