ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫
Sharenews24

ভারতে ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি অভিনেত্রী

২০২৫ আগস্ট ০২ ১৮:৫০:০৮
ভারতে ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক: ভারতে নথিপত্র জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। কলকাতা পুলিশের জালে ধরা পড়ার পর তাঁকে ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অভিযোগ রয়েছে, শান্তা বাংলাদেশি নাগরিক হয়েও ভারতীয় আধার ও ভোটার আইডি ব্যবহার করছিলেন। পাশাপাশি তাঁর স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।

গত ৩০ জুলাই কলকাতার যাদবপুর এলাকার বিজয়গড় থেকে শান্তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ভারতীয় ভোটার আইডি ও আধার কার্ড জব্দ করা হয়েছে। তদন্তে জানা গেছে, তিনি ২০২৩ সাল থেকে যাদবপুরের একটি ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে বসবাস করছিলেন, তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠিকানা ব্যবহার করতেন।

শান্তার ফ্ল্যাটে তল্লাশির সময় পুলিশ পায় একাধিক বাংলাদেশি পাসপোর্ট, এসএসসি অ্যাডমিট কার্ড, এবং বিমান সংস্থার একটি আইডি কার্ড। এসব নথির ভিত্তিতে কীভাবে তিনি ভারতের নাগরিকত্ব সম্পর্কিত কাগজপত্র সংগ্রহ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য ইউআইডিএআই, নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, শান্তার বিরুদ্ধে নথি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে তদন্ত চলছে। নথিগুলো আসল না জাল, সেটি পরীক্ষাধীন।

শান্তা পাল বাংলাদেশের দুইটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন এবং অংশ নিয়েছেন একাধিক বিউটি কনটেস্টে। তাঁর বড় পর্দায় অভিষেক হয় ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার মাধ্যমে। তাছাড়া, তিনি তামিল চলচ্চিত্র ‘ইয়েরালাভা’-তেও অভিনয় করেছেন, যেখানে পরিচালনায় ছিলেন বিশ্বনাথ রাও।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে