ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

‘পুতিনকন্যা’র ব্যক্তিগত পোস্ট নিয়ে হইচই

২০২৫ আগস্ট ০৬ ১১:৩৭:২৭
‘পুতিনকন্যা’র ব্যক্তিগত পোস্ট নিয়ে হইচই

নিজস্ব প্রতিবেদক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত কন্যা এলিজাভেটা ক্রিভোনোগিখ টেলিগ্রামে একটি ব্যক্তিগত পোস্ট করে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছেন। সেখানে তিনি কারও নাম না উল্লেখ করলেও একজন ‘মানুষ’ সম্পর্কে কথা বলেছেন, যিনি তার জীবন ধ্বংস করেছেন এবং কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, তার এই ইঙ্গিতমূলক বার্তা সরাসরি পুতিনের দিকেই।

২২ বছর বয়সী এলিজাভেটার এমন বক্তব্যকে বিশেষজ্ঞরা দেখছেন ব্যক্তিগত অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রেক্ষাপটের এক ধরনের প্রতিবাদ হিসেবে।

জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে, এলিজাভেটা তার পোস্টে লিখেছেন— “আবারও সবার সামনে নিজের মুখ দেখাতে পারাটা মুক্তির মতো অনুভব হচ্ছে। এটা আমাকে মনে করিয়ে দেয়—আমি কী হতে জন্মেছিলাম, আর কে আমার জীবনটা শেষ করে দিয়েছে।”

কয়েক বছর আগেও ব্যক্তিগত জেট, বিলাসবহুল পার্টি ও নাইটক্লাব ঘিরে নিয়মিত পোস্ট দিতেন এলিজাভেটা। কিন্তু ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে তিনি সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎই গায়েব হয়ে যান।

ধারণা করা হয়, এলিজাভেটা পুতিন ও তার সাবেক পরিচারিকা সভেতলানা ক্রিভোনোগিখের মেয়ে। ২০০৩ সালে সেন্ট পিটার্সবার্গে তার জন্ম। ২০২০ সালে প্রোইক্ট নামক একটি স্বাধীন রুশ সংবাদমাধ্যম দাবি করে, তারা পুতিনের ‘গোপন কন্যা’কে খুঁজে পেয়েছে। ওই প্রতিবেদনে এলিজাভেটার মা সভেতলানার বিপুল সম্পদ, আর পুতিনের ঘনিষ্ঠ বন্ধুদের আর্থিক সংশ্লিষ্টতার কথাও উঠে আসে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, সভেতলানার মেয়ের সঙ্গে পুতিনের অস্বাভাবিক সাদৃশ্য রয়েছে। এলিজাভেটাকে লুইজা রোজোভা নামেও চিহ্নিত করা হয়, যিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই আড়ালে চলে যান।

২০২৫ সালের শুরুর দিকে রাশিয়ার শিল্পী নাস্ত্য রোডিওনোভা দাবি করেন, এলিজাভেটা এখন প্যারিসের দুটি আর্ট গ্যালারিতে ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন—যেখানে যুদ্ধবিরোধী শিল্প প্রদর্শন করা হয়। নিউইয়র্ক পোস্ট জানায়, সেখানে তিনি রুদনোভা ছদ্মনাম ব্যবহার করতেন, যা পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও প্রয়াত ব্যবসায়ী ওলেগ রুদনভের নামের সঙ্গে মিলে যায়।

একটি পুরনো অডিও সাক্ষাৎকারে রোজোভা (এলিজাভেটা) বলেন, “আমি বাবলে (বুদ্বুদে) বসবাস করি, সংবাদ এড়িয়ে চলি। ফ্যাশন ও বন্ধুত্বই আমার জগৎ।”

রুশ প্রশাসন বরাবরের মতোই এসব অভিযোগকে ভিত্তিহীন ও গুজব হিসেবে প্রত্যাখ্যান করেছে। এলিজাভেটার বক্তব্য নিয়ে ক্রেমলিন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে