ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

বেক্সিমকো সুকুকের মেয়াদ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

২০২৫ আগস্ট ০৬ ১৮:৩৭:৫১
বেক্সিমকো সুকুকের মেয়াদ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: মাত্র এক বছরের কিছু বেশি সময় বাকি থাকলেও বেক্সিমকোর ৩ হাজার কোটি টাকার গ্রিন সুকুক নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। মূলধন ফেরত পাওয়া যাবে কি না, সে বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও ট্রাস্টি আইসিবি সুকুকের মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

২০২১ সালে শরিয়তসম্মত এই বন্ড চালু হয়, যার মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বর ২০২৬। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের নেতৃত্বে ১০ সদস্যের কমিটি এবং আইসিবির উদ্যোগে ২১ সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। ট্রাস্টি ও বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতে মেয়াদ ও শর্ত পুনর্বিন্যাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিনিয়োগকারীদের মূল আশার জায়গা এখন সিঙ্কিং ফান্ড, যেখানে প্রায় ২৫০ কোটি টাকা জমা রয়েছে। তিস্তা সোলার প্রকল্প থেকে মাসে ৫০ কোটি টাকার আয় এবং করতোয়া প্রকল্প চালু হলে আরও ৮–১০ কোটি টাকার আয় হতে পারে। তবে করতোয়ার কাজ এখনো চলমান এবং অতীতে আন্দোলনের সময় কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়, যার পুনঃস্থাপনে আরও ১০–১২ কোটি টাকার প্রয়োজন।

এদিকে সুকুকের রূপান্তরযোগ্যতা থাকলেও বিনিয়োগকারীদের আগ্রহ কম। কারণ বেক্সিমকোর কারখানাগুলোর একাধিক ইউনিট বন্ধ এবং আর্থিক ক্ষতির কারণে কোম্পানির শেয়ার রূপান্তর আকর্ষণ হারিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে বেক্সিমকো লিমিটেড ৩৫৬ কোটি টাকার লোকসান করেছে, শেয়ারপ্রতি লোকসান ৩ টাকা৭৮ পয়সা।

বিনিয়োগ ফেরতের সবচেয়ে বড় ঝুঁকি এখন পড়ছে ৫ হাজার ৬০০ বিনিয়োগকারী ও অন্তত ২০টির বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর, যাদের কারও কারও একক বিনিয়োগই ২০০–৩০০ কোটি টাকা। পরিশোধ না হলে ব্যাংকগুলোকে বড় অঙ্কের প্রভিশনিং করতে হতে পারে।

তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, সময় বাড়ানো, শর্ত পুনর্গঠন এবং প্রকল্প থেকে রাজস্ব নিশ্চিত করা গেলে সুকুকের বিপর্যয় এড়ানো সম্ভব হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে