ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

ওমান ফেরত যুবকের জীবনে নেমে এল অন্ধকার

২০২৫ আগস্ট ০৬ ১২:৫৬:০৬
ওমান ফেরত যুবকের জীবনে নেমে এল অন্ধকার

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওমানপ্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম আক্তার (২), ভাবি লাবনী আক্তার (৩০), নানী ফয়জুন্নেসা (৮০), ভাতিজি রেশমী (৮) ও লামিয়া (৯)। আহতদের মধ্যে রয়েছেন বাহার উদ্দিন নিজে, চালকসহ আরও তিনজন।

জানা যায়, প্রবাস ফেরত বাহার উদ্দিনকে আনতে পরিবারের লোকজন মঙ্গলবার বিকেলে ঢাকার বিমানবন্দরে যান। রাতেই মাইক্রোবাসে করে তারা লক্ষ্মীপুরের বাড়ির পথে রওনা দেন। ভোরে চন্দ্রগঞ্জ জগদিশপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশে খালে পড়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে