ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

নির্বাচনের আগে সরকারের কাছে এনসিপির ৩ দাবি

২০২৫ আগস্ট ০৬ ১৬:১৬:২২
নির্বাচনের আগে সরকারের কাছে এনসিপির ৩ দাবি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্র ‘অসম্পূর্ণ’। তিনি অভিযোগ করেন, সরকার এখনো জুলাই মাসে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ধারণে ব্যর্থ হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়। সেখানে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে মন্তব্য করেন আখতার হোসেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে ঘোষিত নির্বাচনের সময় (২০২৬ সালের ফেব্রুয়ারি) নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে সরকারের সামনে তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন তিনি:

এনসিপির তিনটি প্রধান দাবি:

গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা

রাষ্ট্রীয় কাঠামোর প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন

প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা

আখতার বলেন, “ঘোষণাপত্রে শহীদদের জাতীয় বীরের মর্যাদা, শহীদ পরিবার ও আহতদের আইনি সুরক্ষার কথা বলা হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত। বিশেষ করে ১৯৪৭ সালের আন্দোলন, জুলাইয়ের শহীদদের নির্ভুল সংখ্যা এবং সাম্প্রতিক আন্দোলনগুলোর প্রসঙ্গ উপেক্ষিত।”

তিনি আরও বলেন, “ঘোষণাপত্রে বলা হয়েছে ‘প্রায় এক হাজার’ শহীদ, অথচ জাতিসংঘের প্রতিবেদনে নিহতের সংখ্যা ১,৪০০। এ বিষয়ে সরকারের ব্যর্থতা স্পষ্ট।”

তিনি দাবি করেন, পিলখানা হত্যা, শাপলা চত্বর, কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন, আবরার হত্যাকাণ্ড এবং মোদিবিরোধী আন্দোলনের মতো ঘটনাগুলোর অনুল্লেখ ঘোষণাপত্রকে অসম্পূর্ণ করে তুলেছে।

ঘোষণাপত্রের ২৫ ও ২৭ নম্বর ধারায় নতুন করে সংস্কারকৃত সংবিধানে এর অন্তর্ভুক্তির কথা বলা হলেও, এনসিপি শুরু থেকেই সম্পূর্ণ নতুন সংবিধান প্রণয়নের পক্ষে বলে জানান আখতার।

তার ভাষায়, “এই পন্থা নতুন সংবিধানের দাবিকে পাশ কাটানোর চেষ্টা। ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব সংস্কার বিষয়ে সমঝোতা হয়েছে, সেগুলোর বাস্তবায়নের কোনো নির্দিষ্ট রূপরেখা এখনো নেই—এটি গভীর উদ্বেগের বিষয়।”

আখতার হোসেন জোর দিয়ে বলেন, “নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, যেখানে জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত থাকবে।”

তিনি সরকারের কাছে প্রতিশ্রুতি চান, নির্বাচনের আগেই:

সংস্কার বাস্তবায়ন শুরু হবে

গণহত্যার বিচার নিশ্চিত করা হবে

প্রশাসনের নিরপেক্ষতা বজায় থাকবে

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে