ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

ভারতের রপ্তানিতে ট্রাম্পের শুল্কের কোপ, অর্থনীতিতে ধাক্কার শঙ্কা

২০২৫ আগস্ট ০৭ ০০:২৩:২৫
ভারতের রপ্তানিতে ট্রাম্পের শুল্কের কোপ, অর্থনীতিতে ধাক্কার শঙ্কা

অর্থনৈতিক প্রতিবেদক: রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতের রপ্তানিপণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের হার দাঁড়াল ৫০ শতাংশে।

বুধবার রাতে এক নির্বাহী আদেশে ট্রাম্প এ সিদ্ধান্ত ঘোষণা করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই ঘোষণার পরপরই ভারতের শেয়ারবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। গিফট নিফটি ফিউচার ০.১ শতাংশ কমে দাঁড়ায় ২৪,৫৫৫ পয়েন্টে, যেখানে আগের দিন নিফটি-৫০ বন্ধ হয়েছিল ২৪,৫৭২ পয়েন্টে।

অর্থনীতিবিদদের মতে, এই অতিরিক্ত শুল্ক ভারতের রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হতে পারে।

আইসিআইসিআই সিকিউরিটিজের প্রধান অর্থনীতিবিদ এ প্রসন্ন মনে করেন, ৫০ শতাংশ শুল্ক ভারতের অনেক রপ্তানি পণ্যকে আঞ্চলিক প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে দেবে। বিশেষ করে ভিয়েতনাম ও বাংলাদেশের মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে পড়বে।

এইচডিএফসি ব্যাংকের অর্থনীতিবিদ সাক্ষী গুপ্তা সতর্ক করে বলেন, আগামী ২১ দিনের মধ্যে যদি কোনো চুক্তি না হয়, তবে ২০২৬ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে নামতে পারে। এতে জিডিপিতে ৪০-৫০ বেসিস পয়েন্টের নেতিবাচক প্রভাব পড়বে, যা পূর্বাভাসের তুলনায় দ্বিগুণ।

নির্মল ব্যাংকের অর্থনীতিবিদ টেরেসা জনের মতে, এই পরিস্থিতিতে ভারতের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে এবং দেশটি ধীরে ধীরে রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে অন্যান্য উৎসে ঝুঁকতে পারে।

আইডিএফসি ফার্স্ট ব্যাংকের অর্থনীতিবিদ গৌর সেন গুপ্ত বলেন, এই শুল্ক যদি ২০২৬ সালের মার্চ পর্যন্ত বহাল থাকে, তবে ভারতের জিডিপিতে ০.৩ থেকে ০.৪ শতাংশ পর্যন্ত ক্ষতির আশঙ্কা রয়েছে।

বিশ্লেষকদের অভিমত, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্যিক সমঝোতায় পৌঁছানো জরুরি হয়ে পড়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে