ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫
Sharenews24

‘বাসর ঘরে’ ফুটে উঠল ফ্যাসিবাদী শাসনের চিত্র

২০২৫ আগস্ট ০৩ ১৩:১২:৩৩
‘বাসর ঘরে’ ফুটে উঠল ফ্যাসিবাদী শাসনের চিত্র

নিজস্ব প্রতিবেদক: যশোরে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে ফ্যাসিবাদী শাসনের অমানবিক নির্যাতনের গল্প নিয়ে ‘বাসর ঘর’ নাটক মঞ্চস্থ হলো। শনিবার (২ আগস্ট) যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা বিএনপির গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এই নাটক পরিবেশিত হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মাসউদ জামান।

নাটকটি ফ্যাসিবাদী শাসনামলে পুলিশের অবাধ সহায়তা ও দেশের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ওপর লোমহর্ষক নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরে। বিশেষ করে গত ১৭ বছরের ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর যে নির্মম অত্যাচার ও নির্যাতন হয়েছে, তা নাটকে নিপুণভাবে ফুটে উঠেছে।

বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা প্রশাসক আজহারুল ইসলাম নাটকটি দর্শক হিসেবে উপভোগ করেন। নাটকটি দেখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ দর্শকের ভালো উপস্থিতি ছিল।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নাটকটি একটি নবদম্পতির নতুন জীবনের স্বপ্ন বোনার মধ্য দিয়ে শুরু হয়, কিন্তু দ্রুত নির্যাতনের অন্ধকার নামিয়ে আসে। নাটকে দেখানো হয় কীভাবে নববধূর সামনে থেকে ছাত্রনেতাকে তুলে নেওয়া হয়, পুলিশের নির্মমতা ও দীর্ঘমেয়াদি নির্যাতনের চিত্র। তিনি বলেন, ‘আমরা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সবাইকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে।’

নাটকের নির্দেশক মাসউদ জামান জানান, নাটকটিতে গত ১৭ বছরের আওয়ামী শাসনব্যবস্থার ভয়াবহতার বাস্তব চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

নাটকে অভিনয় করেছেন: সোহেল রানা, মাসউদ জামান, রুকাইয়া আলম, স্বপন দাস, মারুফ হোসেন, শামসুদ্দিন হোসাইন, আলমগীর হোসেন, ইফতেখার তাহসিন, হাসিবুর রহমান, রিফাত মাহমুদ, আনিসুর রহমান, পিয়াস মণ্ডল, ইব্রাহিম খলিল, তানভীর হাসান ও শাহিদুর রহমান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে