ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

‘হাড্ডিসার’ মডেল দেখিয়ে জারা ফেঁসে গেল

২০২৫ আগস্ট ০৬ ১৫:০৯:১২
‘হাড্ডিসার’ মডেল দেখিয়ে জারা ফেঁসে গেল

নিজস্ব প্রতিবেদক : ফ্যাশন ব্র্যান্ড জারা তাদের বিজ্ঞাপনে অস্বাস্থ্যকরভাবে রোগা মডেল দেখানোর অভিযোগে যুক্তরাজ্যের বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথরিটি (ASA)-এর নিষেধাজ্ঞার মুখে পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সম্প্রতি জারার ওয়েবসাইট ও অ্যাপে প্রচারিত দুটি বিজ্ঞাপনে মডেলদের অত্যন্ত রোগা, এমনকি অসুস্থ দেখানোর মতো ভঙ্গি ও উপস্থাপনা ছিল। এতে তরুণদের জন্য ক্ষতিকর বার্তা ছড়াতে পারে—এই যুক্তিতে ASA বিজ্ঞাপন দুটি নিষিদ্ধ করেছে।

ASA জানায়, একটি বিজ্ঞাপনে মডেলের পা চিকন দেখাতে কৌশলে ছায়া ব্যবহার করা হয়েছে। অন্য বিজ্ঞাপনে কলারবোন স্পষ্ট করার জন্য এমন ভঙ্গি রাখা হয়েছে যা মডেলকে আরও হাড্ডিসার দেখায়। সংস্থাটি এ ধরনের উপস্থাপনাকে "দায়িত্বজ্ঞানহীন" আখ্যা দিয়ে ভবিষ্যতে জারাকে সতর্ক করেছে।

জারা জানিয়েছে, অভিযুক্ত বিজ্ঞাপনগুলো তারা ইতোমধ্যেই সরিয়ে নিয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করে, সংশ্লিষ্ট মডেলরা শারীরিকভাবে সুস্থ ছিলেন এবং শুধুমাত্র সামান্য রঙ ও আলো সম্পাদনা করা হয়েছিল। তারা আরও জানায়, ২০০৭ সালের ইউকে মডেল হেলথ ইনকোয়ারির গাইডলাইন অনুসরণ করে মডেলদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হয়।

এই ধরনের সিদ্ধান্ত এটিই প্রথম নয়। চলতি বছরের জুলাই মাসে মার্কস অ্যান্ড স্পেনসারের একটি বিজ্ঞাপনও মডেলকে ‘অস্বাস্থ্যকরভাবে রোগা’ দেখানোর অভিযোগে নিষিদ্ধ করা হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে