ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

লন্ডন থেকে ভিডিও বার্তায় যা জানালেন ইলিয়াস কাঞ্চন

২০২৫ মে ০৯ ১১:১১:৩৭
লন্ডন থেকে ভিডিও বার্তায় যা জানালেন ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক: লন্ডন থেকে ভিডিও বার্তায় ছাত্র-জনতার চলমান আন্দোলনকে সমর্থন জানালেন জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

ভিডিও বার্তায় ইলিয়াস কাঞ্চন বলেন, ছাত্রদের চলমান দাবির প্রতি জনতা পার্টি বাংলাদেশের পক্ষ থেকে একাত্মতা পোষণ করছে।

তিনি বলেন, বর্তমানে পারিবারিক প্রয়োজনে লন্ডন অবস্থান করায় এই ভিডিও বার্তায় তাদের (ছাত্রদের) এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি।

জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান আরও বলেন, ২৪ এর চেতনাকে আমরা হৃদয় দিয়ে ধারণ করি। কোন ফ্যাসিস্টকে মানবো না। আমি দেশে ফিরে এলে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ দলের অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে ছাত্রদের এই আন্দোলনের পাশে আছে।

ভিডিও বার্তায় সবাইকে শুভেচ্ছা জানান ইলিয়াস কাঞ্চন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে