ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শীর্ষ বোলারদের তালিকায় সেরা তিনে মোস্তাফিজ

২০২৫ ডিসেম্বর ২০ ১১:২৩:৩৫
শীর্ষ বোলারদের তালিকায় সেরা তিনে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে নিজের ধারাবাহিকতা দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সেরা বোলারদের তালিকায় এখন তিন নম্বরে অবস্থান করছেন এই বাঁহাতি পেসার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে দুবাই ক্যাপিটালসের বড় ভরসায় পরিণত হয়েছেন তিনি।

গতকাল শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হয়েছিলেন দুই বাংলাদেশি—মোস্তাফিজ ও তাসকিন আহমেদ। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পায় মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস। শারজাকে ৬৩ রানে হারানো ম্যাচে বল হাতে কার্যকর ভূমিকা রেখে নিজের অবস্থান আরও মজবুত করেন তিনি।

চলতি আসরে মোস্তাফিজের যাত্রা শুরু হয় ৬ ডিসেম্বর, গালফ জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের শুরু থেকে ধারাবাহিকভাবে নিয়ন্ত্রিত বোলিং করে যাচ্ছেন তিনি। কেবল ১৩ ডিসেম্বর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে কিছুটা খরুচে ছিলেন এই পেসার। বাকি ম্যাচগুলোতে দায়িত্বশীল বোলিংয়ে দলের চাপ সামলেছেন দক্ষতার সঙ্গে।

ছয় ম্যাচ শেষে মোস্তাফিজের শিকার ১১ উইকেট। ৮.১৯ ইকোনমি রেটে তিনি দিয়েছেন মোট ১৭২ রান। এই পারফরম্যান্সে সেরা বোলারদের তালিকায় তিনি উঠে এসেছেন তিন নম্বরে। তালিকার শীর্ষে আছেন তাঁরই সতীর্থ আফগান স্পিনার ওয়াকার সালামখিল—৭ ম্যাচে ১৫ উইকেট নিয়ে। আর সমান ১১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন খুজাইমা তানভীর, যিনি খেলেছেন ৭টি ম্যাচ।

শারজার বিপক্ষে ম্যাচেও মোস্তাফিজ ছিলেন সংক্ষিপ্ত কিন্তু কার্যকর। মাত্র ২ ওভারে ১৩ রান খরচ করে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। তবে টুর্নামেন্টে এখন পর্যন্ত তাঁর সেরা পারফরম্যান্স এসেছে এমআই এমিরেটসের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে দল অল্প ব্যবধানে হারলেও ৩৪ রানে ৩ উইকেট নিয়ে আলাদা করে নজর কাড়েন সাতক্ষীরার এই পেসার।

মাঠের সাফল্যের পাশাপাশি ক্যারিয়ারেও চলছে মোস্তাফিজের উত্থান। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ–এর ২০২৬ মৌসুমের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেট ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ নিলামমূল্য।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে