ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আমি চাই ও আমার হাত ছেড়ে দিক

২০২৫ ডিসেম্বর ০১ ১০:৫০:৩৫
আমি চাই ও আমার হাত ছেড়ে দিক

নিজস্ব প্রতিবেদক : টালিউডে মুক্তি পেয়েছে চিরঞ্জিত ও রুক্মিণী মৈত্র অভিনীত নতুন সিনেমা ‘হাটি হাটি পা পা’। সম্প্রতি সিনেমাটির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিনেতা ও সংসদ সদস্য দেব। সেখানেই রুক্মিণীকে নিয়ে একটি মন্তব্য করে সবাইকে চমকে দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২৮ নভেম্বর মুক্তির পর দেব সিনেমাটি দেখে তাঁর প্রতিক্রিয়া জানান।

প্রিমিয়ার শো–এর পর দেবকে প্রশ্ন করা হয়,‘রুক্মিণীর সঙ্গে কি কখনও হাটি হাটি পা পা করে চলা হয়েছে?’

দেব হেসে উত্তর দেন—“কখনওই না। কারণ আমরা হাটি হাটি পা পা করে চলিনি, বরং দৌড়েছি।”

দেবের এই হঠাৎ মন্তব্যে উপস্থিত সবাই কিছুটা অবাক হয়ে যান। পরে তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যাও দেন।

দেব বলেন—“আমি চাই ও (রুক্মিণী) আমার হাত ছাড়িয়ে সাফল্যের হাত ধরুক। ধীরে ধীরে, নিজের গতিতে, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাক।”

এরপর দেবের কাছে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন—“রুক্মিণীর সিনেমা এখনই মুক্তি পেয়েছে, আর এক মাস পর আমারও নতুন ছবি আসছে। এখন দুজনেরই লক্ষ্য ক্যারিয়ারে আরও এগিয়ে যাওয়া।”

টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বহু বছর ধরে রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব। তবে দুজনই ক্যারিয়ারকে প্রাধান্য দেওয়ায় এখনো বিয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে