ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নাগরিকদের জন্য সহিংসতা পোস্ট রিপোর্ট করার নতুন ব্যবস্থা

২০২৫ ডিসেম্বর ২০ ১১:৫৯:০১
নাগরিকদের জন্য সহিংসতা পোস্ট রিপোর্ট করার নতুন ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: সরকারি নির্দেশনা অনুসারে, সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা বা সন্ত্রাস-উসকানিমূলক পোস্টের বিষয়ে তথ্য সরাসরি জানাতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি নাগরিকদের অনুরোধ জানিয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার থেকে হোয়াটসঅ্যাপ ও ই-মেইলের মাধ্যমে রিপোর্ট করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাপ্ত অভিযোগগুলো প্রথমে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি যাচাই-বাছাই করবে। এরপর বিটিআরসির (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) মাধ্যমে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে রিপোর্ট করা হবে।

যে মাধ্যমে রিপোর্ট করা যাবে—

হোয়াটসঅ্যাপ নম্বর: 01308332592

ই-মেইল: [email protected]

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকার সরাসরি কোনো পোস্ট ‘ডাউন’ করতে পারবে না। সরকারের ভূমিকা শুধুমাত্র যৌক্তিক কারণ তুলে সহিংসতার সঙ্গে সম্পর্কিত পোস্ট সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করা।

বিদ্বেষমূলক বা সহিংসতার ডাক দেয় এমন বক্তব্য সামাজিক মাধ্যমে পোস্ট করা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি জনসাধারণকে অনুরোধ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমকে সহিংসতা বা অস্থিতিশীলতা তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে। এ ছাড়া দেশ ও নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পর একাধিক সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সহিংসতার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সামাজিক যোগাযোগ পোস্টের মাধ্যমে সহিংসতা উসকানির অভিযোগ ওঠে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে