ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নতুন সিনেমা–সিরিজে জমজমাট এই সপ্তাহের ওটিটি দুনিয়া

২০২৫ ডিসেম্বর ১২ ১১:১০:৪৫
নতুন সিনেমা–সিরিজে জমজমাট এই সপ্তাহের ওটিটি দুনিয়া

নিজস্ব প্রতিবেদক: প্রতি সপ্তাহেই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে নতুন সিনেমা ও ওয়েব সিরিজের জন্য দর্শকদের আগ্রহ থাকে। বিভিন্ন ভাষা ও দেশের কনটেন্টের মধ্যে এই সপ্তাহে মুক্তিপ্রাপ্ত কিছু উল্লেখযোগ্য কাজের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হলো।

বাংলা সিনেমা ‘নূর’ ১১ ডিসেম্বর বায়স্কোপ প্লাসে মুক্তি পেয়েছে। এতে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনয় করেছেন। গল্পে দেখা যায়, মফস্বল এলাকার সরল যুবক নূর প্রেমে পড়ে শিউলীর প্রতি। কিন্তু সম্পর্কটি হঠাৎ করুণ অবস্থায় পৌঁছায়। শিউলীকে হারিয়ে নূর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরে দেখা যায় তাকে বন্দী অবস্থায়। কেন শিউলী নূরের জীবন অন্ধকার করে দিল—সেটিই সিনেমার মূল রহস্য।

বাংলা ওয়েব সিনেমা ‘ডিমলাইট’ চরকি প্ল্যাটফর্মে ১১ ডিসেম্বর মুক্তি পেয়েছে। এতে মোশাররফ করিম একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান শামসুজ্জামানের চরিত্রে অভিনয় করেছেন। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তার জীবনে হঠাৎই এক তরুণীর আগমন ঘটে। প্রেমে পড়ে তিনি। সম্পর্কটিকে কেন্দ্র করে যখন পরিবারে অশান্তি দেখা দেয়, তখন শামসুজ্জামান নিজের ভুল বুঝতে শুরু করেন।

বাংলা সিরিজ ‘কারমা কোর্মা’ হইচইতে ১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। সিরিজে কর্মফল, প্রতিশোধ এবং জীবনের দ্বন্দ্ব নিয়ে গল্প এগোয়। ভিন্ন সামাজিক শ্রেণির দুই নারী রান্নার ক্লাসে পরিচিত হন। তাদের বন্ধুত্ব ও রহস্যময় সম্পর্ক তৈরি হয়। এক হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তা ভুপেন ভাদুড়ির সঙ্গে তাদের সংযোগ হয়, যা গল্পে নতুন মোড় নিয়ে আসে।

ইংরেজি সিরিজ ‘ম্যান ভার্সেস বেবি’ নেটফ্লিক্সে ১১ ডিসেম্বর মুক্তি পেয়েছে। এতে রোয়ান অ্যাটকিনসন বিংলি নামের একজন স্কুল কেয়ারটেকারের ভূমিকায় অভিনয় করেছেন। ক্রিসমাসের ছুটির আগে স্কুলের আশেপাশে দুই অজ্ঞাত পরিচয়ের শিশুকে তিনি উদ্ধার করেন। অভিভাবক না পাওয়ায় তাদের দায়িত্ব পড়েছে বিংলির ওপর। শিশুগুলো সামলাতে গিয়ে তিনি একের পর এক হাস্যকর বিপদে পড়েন।

ইংরেজি সিনেমা ‘সুপারম্যান’ জিওহটস্টারে ১১ ডিসেম্বর মুক্তি পেয়েছে। এক অপ্রত্যাশিত ঘটনার কারণে সুপারম্যানের কর্মকাণ্ড বিতর্কের মধ্যে পড়ে। টেক বিলিয়নিয়ার লেক্স লুথর এ সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক সংঘাত তৈরি করে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সুপারম্যানের পাশে দাঁড়ান সাহসী রিপোর্টার লোইস লেন এবং তার বিশ্বস্ত কুকুর ক্রিপ্টো। তাদের সহযোগিতা ও দক্ষতার মাধ্যমে সুপারম্যান আবার জনসমর্থন ফিরে পেতে চেষ্টা করেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে