ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ওসমান হাদির প্রয়াণে কমনওয়েলথের শোক

২০২৫ ডিসেম্বর ২০ ১৭:৩২:২২
ওসমান হাদির প্রয়াণে কমনওয়েলথের শোক

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে কমনওয়েলথ। শনিবার (২০ ডিসেম্বর) সংস্থার মহাসচিব শির্লে বোচওয়ে এক বিবৃতিতে বাংলাদেশের সাধারণ মানুষ ও শহীদ হাদির পরিবারকে সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

কমনওয়েলথের মহাসচিব বলেন, শরীফ ওসমান হাদির প্রয়াণে আমি বাংলাদেশী জনগণের শোকের সাথে একাত্মতা প্রকাশ করছি। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় সাম্প্রতিক সহিংসতার পর দেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।

তিনি আরও বলেছেন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্যও স্বাগত জানাই, যেখানে সহিংসতার দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা বর্জনের আহ্বান জানানো হয়েছে। এই সংকটময় সময়ে শান্তি বজায় রাখা এবং সর্বোচ্চ ধৈর্য ও বিচক্ষণতা প্রদর্শনের আহ্বানে আমি নিজেও অংশ নিচ্ছি।

একই দিন বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে শহীদ হাদিকে দাফন করা হয়। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগে যাওয়ার পথে তাকে গুলি করা হয়। টানা সাতদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে শহীদ হাদি মৃত্যুবরণ করেন।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগে অংশ নেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে