ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

লাখো মানুষের চোখের জলে শহীদ হাদির শেষ বিদায়

২০২৫ ডিসেম্বর ২০ ১৭:১০:২৯
লাখো মানুষের চোখের জলে শহীদ হাদির শেষ বিদায়

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে শেষবারের মতো বিদায় জানাতে শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকা পরিণত হয় এক অশ্রুসিক্ত জনসমুদ্রে। লাখো মানুষের কান্না আর শোকের মধ্য দিয়ে সম্পন্ন হয় তাঁর জানাজা।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজার ইমামতি করেন। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।

হাদির জানাজায় উপস্থিত মানুষের ঢল নামায় পুরো এলাকা। নানা বয়স ও শ্রেণির মানুষ ভিড় করেন এই তরুণ নেতাকে শেষ বিদায় জানাতে। অগণিত মানুষের চোখে ছিল অশ্রু, কেউ প্রকাশ্যে কাঁদছিলেন, কেউ আবার চোখের জল আড়াল করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন।

এই শোকাবহ দৃশ্য যেন সেদিন মানিক মিয়া এভিনিউকে বাংলাদেশের প্রতিচ্ছবিতে পরিণত করে। জানাজায় উপস্থিত ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম আবেগ ধরে রাখতে পারেননি। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ সংগঠক হাসনাত আব্দুল্লাহকেও দেখা যায় কান্নায় ভেঙে পড়তে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়েও হাদির মৃত্যুতে শোক আর শ্রদ্ধার বার্তা ছড়িয়ে পড়ে।

হাদির প্রয়াণে কেবল রাজনৈতিক অঙ্গন নয়, দেশের সব শ্রেণি-পেশার মানুষ শোকাহত। তাঁকে ঘিরে যে স্বপ্ন ও প্রত্যাশা তৈরি হয়েছিল, তার আকস্মিক অবসানে হতবাক সাধারণ মানুষ।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন শহীদ শরীফ ওসমান বিন হাদি। গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পর নির্বাচনী গণসংযোগে বেরিয়ে রাজধানীর বিজয়নগর এলাকায় যাওয়ার পথে দুর্বৃত্ত ফয়সাল করিম মাসুদের গুলিতে তিনি গুরুতর আহত হন।

গুলিবিদ্ধ হওয়ার পর টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই চালান হাদি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে