ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কবি নজরুলের পাশে সমাহিত শহীদ ওসমান হাদি

২০২৫ ডিসেম্বর ২০ ১৬:২৬:৫১
কবি নজরুলের পাশে সমাহিত শহীদ ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফনের মাধ্যমে ইতিহাসের পৃষ্ঠায় চিরস্থায়ীভাবে সমাহিত হলেন ইনকিলাব মঞ্চেরমুখপাত্রশহীদ শরিফওসমান হাদি। শেষ বিদায়ের মুহূর্তে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন; অনেকেই কাঁদতে কাঁদতে হাদিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বীর শহীদ হাদির জানাজা সম্পন্ন হয়। জানাজার পর, মরদেহকে দাফনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হয়। দুপুরের জানাজার পর অ্যাম্বুলেন্সের মাধ্যমে লাশটি বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয়।

উল্লেখ্য, শহীদ ওসমান হাদি গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে সংরক্ষণ করা হয়। এরপর শনিবার সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শুরু করেন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’। প্রতিষ্ঠা করেন ইনকিলাব কালচারাল সেন্টার। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

সরকার/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে