ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হাদির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে, চলছে ময়নাতদন্ত

২০২৫ ডিসেম্বর ২০ ১০:৪৭:৪৬
হাদির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে, চলছে ময়নাতদন্ত

নিজস্ব প্রতিবেদক: ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি–এর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ১০টার কিছু আগে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহটি সেখানে পাঠানো হয়।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় হাদির কফিন। বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘরে সংরক্ষণ করা হয়।

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী জানান, ওসমান হাদির মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত প্রক্রিয়ায় রয়েছে। ময়নাতদন্ত শেষ হলে মরদেহ পুনরায় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘরে ফিরিয়ে আনা হবে।

তিনি আরও জানান, সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজ দুপুরে জানাজায় অংশগ্রহণের জন্য মরদেহ সংসদ ভবন এলাকায় নেওয়া হবে।

উল্লেখ্য, আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে