ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শান্তিরক্ষায় নিহত ছয় সেনা সদস্যের মরদেহ ঢাকায়

২০২৫ ডিসেম্বর ২০ ১৬:৪৭:৪৮
শান্তিরক্ষায় নিহত ছয় সেনা সদস্যের মরদেহ ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ আজ শনিবার দেশে ফিরেছে।

শনিবার বেলা ১১টা ৫ মিনিটে নিহত শান্তিরক্ষীদের বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বর্বরোচিত ড্রোন হামলা চালায়। ওই হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন এবং আহত হন আরও ৯ জন।

নিহত শান্তিরক্ষীরা হলেন—নাটোরের করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

হামলায় আহত ৯ জন শান্তিরক্ষী বর্তমানে কেনিয়ার নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁদের মধ্যে কয়েকজন চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন এবং বাকিদের অবস্থাও এখন শঙ্কামুক্ত। আহতদের মধ্যে তিনজন নারী সদস্য রয়েছেন।

আহত সেনাসদস্যরা হলেন—লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, করপোরাল আফরোজা পারভিন, ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, সৈনিক মো. মেজবাউল কবির, সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার ও সৈনিক মো. মানাজির আহসান।

আইএসপিআর আরও জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। ১৯৪৮ সালে শান্তিরক্ষা মিশন শুরু হলেও বাংলাদেশ এতে যুক্ত হয় ১৯৮৮ সালে। ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে ১৫ জন সদস্য পাঠানোর মাধ্যমে এই যাত্রার সূচনা হয়।

বর্তমানে বাংলাদেশ বিশ্বের ১০টি দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে। পাশাপাশি প্রথমবারের মতো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশের মোট ১৬৮ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে