ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পৌষ মাসেও শীতের দেখা নেই, উলটো বাড়ছে ঢাকার তাপমাত্রা

২০২৫ ডিসেম্বর ২০ ১১:১৫:২৮
পৌষ মাসেও শীতের দেখা নেই, উলটো বাড়ছে ঢাকার তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: পৌষ মাসের ৫ তারিখ হলেও রাজধানীতে শীতের তেমন উপস্থিতি নেই। বরং দিনে দিনে বাড়ছে তাপমাত্রা। আজ শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর বুলেটিনে জানানো হয়, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ দিনের বেলায় উষ্ণতার ধারা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময় উত্তর কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে গতকাল শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ শনিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে