ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার জমজমাট টি-২০ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

২০২৫ ডিসেম্বর ২০ ০০:৩১:০২
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার জমজমাট টি-২০ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে দর্শকদের উপহার মিলেছে এক রানের উৎসব। ভারত ও দক্ষিণ আফ্রিকার এই হাই-ভোল্টেজ লড়াইয়ে ব্যাট-বলে পূর্ণ নিয়ন্ত্রণ দেখিয়ে ৩০ রানের দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত।

ব্যাটিং তাণ্ডব: ভারতের ২৩১ রানের বিশাল সংগ্রহ

টস হেরে আগে ব্যাটিং করতে নেমেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে ভারতীয় ব্যাটাররা। শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর চাপ তৈরি করে টপ অর্ডার। চার–ছক্কার বৃষ্টিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩১ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় টিম ইন্ডিয়া, যা সফরকারীদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে ওঠে।

প্রোটিয়াদের সাহসী চেষ্টা, তবে গন্তব্যে পৌঁছানো হয়নি

২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইতিবাচক মানসিকতা দেখায় দক্ষিণ আফ্রিকা। রান রেট ধরে রাখার চেষ্টা করলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় চাপ বাড়ে। ভারতের নিয়ন্ত্রিত ও পরিকল্পিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি তারা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে প্রোটিয়াদের ইনিংস থামে ২০১ রানে।

৩০ রানের জয়, সিরিজে ভারতের শ্রেষ্ঠত্বের প্রমাণ

২০১ রান সংগ্রহ করেও জয় অধরাই থেকে যায় দক্ষিণ আফ্রিকার। ৩০ রানের ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে নিজেদের আধিপত্য প্রমাণ করে ভারত। দর্শক ঠাসা আহমেদাবাদ স্টেডিয়াম হয়ে ওঠে এই দাপুটে পারফরম্যান্সের প্রত্যক্ষ সাক্ষী। জয়ের আনন্দে মাতে ভারতীয় ড্রেসিংরুম, আর হতাশা নিয়েই মাঠ ছাড়ে প্রোটিয়ারা।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে