ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তীব্র দারিদ্র্য ও খাদ্য সংকটে গা-জা-র মানুষ

২০২৫ ডিসেম্বর ২০ ১১:৩২:৪২
তীব্র দারিদ্র্য ও খাদ্য সংকটে গা-জা-র মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: গাজার অবস্থা এখনো অত্যন্ত ভঙ্গুর এবং মানুষ মারাত্মক খাদ্য সংকটে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাময়িকভাবে কিছু অগ্রগতি থাকলেও, গাজার ৭৫ শতাংশেরও বেশি জনসংখ্যা এখনো পুষ্টিহীনতা ও তীব্র খাদ্য সংকটের ঝুঁকির মুখে রয়েছে।

শুক্রবার নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, “দুর্ভিক্ষের ঝুঁকি কিছুটা কমলেও এই অগ্রগতি খুবই ভঙ্গুর এবং তা সহজেই উল্টে যেতে পারে।”

তিনি আরও বলেন, টেকসই যুদ্ধবিরতির জন্য আরও সীমান্ত ক্রসিং খুলতে হবে এবং জরুরি পণ্যের ওপর বর্তমান বিধিনিষেধ তুলে নিতে হবে। মানবিক সহায়তা সবার জন্য বাধাহীনভাবে পৌঁছে দিতে প্রশাসনিক জটিলতা দূর করতে হবে।

গুতেরেস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে দ্রুত অগ্রসর হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়া অত্যাবশ্যক। এটি এড়ানোর কোনো অজুহাত থাকা উচিত নয়।”

অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। সেখানে বসতি স্থাপনকারীদের সহিংসতা, জমি দখল এবং ঘরবাড়ি ধ্বংসের ঘটনা ক্রমেই বাড়ছে।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অন্তর্বর্তী নির্দেশনাগুলো বাধ্যতামূলক এবং তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে