ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মুম্বাই ফিরেই কপিল শর্মাকে সতর্ক করলেন প্রিয়াঙ্কা

২০২৫ ডিসেম্বর ১১ ১১:০৯:০৪
মুম্বাই ফিরেই কপিল শর্মাকে সতর্ক করলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: বলিউডে এক সময় প্রায় আড়ালে পড়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু আজ তিনি শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিষ্ঠিত এক উজ্জ্বল নাম। হলিউডে শক্ত অবস্থান গড়ার পর এবার দক্ষিণী সিনেমাতেও তাকে ঘিরে আগ্রহ বাড়ছে দিন দিন। এস এস রাজামৌলীর বহুল আলোচিত ‘বারাণসী’ ছবির কাজে শিগগিরই নামতে যাচ্ছেন তিনি। আর সেই সুবাদেই বড় বাজেটের আরও কয়েকটি দক্ষিণী ছবির প্রস্তাব পাচ্ছেন পরপর।

এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রায়ই যাতায়াত করছেন এই ‘দেশি গার্ল’। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরেই তিনি মুম্বাইয়ে পৌঁছান। তবে এবার তার দেশে ফেরার প্রধান উদ্দেশ্য ভিন্ন—‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়া। আর মুম্বাইয়ে নেমে সোজা কপিল শর্মাকেই দিলেন এক ধরনের ‘হুঁশিয়ারি’!

কপিল শোয়ের চতুর্থ সিজনের একটি বিশেষ পর্বে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ইতোমধ্যেই প্রচার হওয়া প্রোমো দর্শকদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি করেছে, কারণ এই নতুন সিজনে কপিলকে দেখা যাবে সম্পূর্ণ অন্যরকম সব সাজে—কখনো জেন-জি ধাঁচের বাবা, কখনো তাউজি, আবার কখনো রাজা কিংবা মন্ত্রীর রূপে। পাশাপাশি শোয়ের অন্যান্য চরিত্রেও এসেছে বড় ধরনের পরিবর্তন।

প্রতিবারের মতো এবারও কপিল তার কৌতুকের ছলে অতিথি তারকাদের ব্যক্তিজীবনের নানা দিক খুঁজে বের করার চেষ্টা করবেন। বেশিরভাগ তারকাই তার প্রশ্নে একটু শঙ্কায় থাকলেও প্রিয়াঙ্কা বরং উল্টো চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, কপিলকে এবার ভালোভাবে ‘তৈরি’ থাকতে হবে।

এই কারণে শোর ভক্তদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে—কপিল শর্মা কি তবে সত্যিই ‘দেশি গার্ল’-এর সামনে এবার একটু ‘চাপে’? নাকি প্রিয়াঙ্কাকে কেন্দ্র করে এই সিজনে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন কিছু? দর্শকদের সেই কৌতূহল মিটবে শো সম্প্রচার হলে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে