ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘করনের শোতে গেলে সাবধানে কথা বলতে হবে’

২০২৩ নভেম্বর ১৩ ১০:৩৭:২৯
‘করনের শোতে গেলে সাবধানে কথা বলতে হবে’

বিনোদন ডেস্ক : বিয়ের পর তাদের প্রথম দীপাবলি। তাই বিশেষ করেই সময়টা উপভোগ করতে চান। বলছি সিদ্ধার্থ ও কিয়ারা আদভানির কথা। এ বছর তাদের বিয়ের বছর। তাই তারা দীর্ঘদিন ধরে দিওয়ালি উদযাপনের বিশেষ পরিকল্পনা করেছেন।

সিদ্ধার্থ-কিয়ারা জুটির নতুন ছবি মুক্তি পাবে কিনা, এমন প্রশ্নে সিদ্ধার্থ বলেছেন নির্মাতা চাইলে পাবে। তবে আমরা আলাদাভাবেই অনস্ক্রিন থাকার চেষ্টা করেছি।

এদিকে সিদ্ধার্থ-কিয়ারার নতুন একটি ছবি ভাইরাল হয়েছে। দীপাবলি উপলক্ষ্যে পোস্ট করেছেন তারা। দুজনার শ্বশুর-শাশুড়িদের নিয়ে এরইমধ্যে এই দম্পতি ট্যুরও দিয়ে এসেছেন। কিয়ারা বলেন,‘নিজের পরিবারের সাথে সময় কাটানোর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। আমি ও সিদ্ধার্থ সবসময় চেষ্টা করি নিজেদের ব্যস্ততার ভেতরে সময় বের করে পরিবারের সাথে একান্ত সময় কাটাতে।’

এদিকে সম্প্রতি করন জহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করন’-এ দীপিকা-রনবীরের প্রেমের রসায়নে কিছু বেফাঁস মন্তব্য প্রসঙ্গ টেনে কিয়ারা বলেন,‘ভবিষ্যতে করনের শোতে গেলে খুব সাবধানে কথা বলতে হবে আমার। কখন কী বলে ফেলি!’

শেয়ারনিউজ, ১৩ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে