ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৭ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির এমডি

২০২৫ ডিসেম্বর ১৮ ১৬:৪৯:০৪
৭ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির এমডি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সালাম ওবাইদুল করিম আবারও ৭ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী কোম্পানিটির এমডি ডিএসইতে বিদ্যমান বাজার দরে উল্লেখিত শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। এই শেয়ার ক্রয় প্রক্রিয়াটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে। এই শেয়ারগুলো পাবলিক মার্কেট অথবা ব্লক মার্কেটের মাধ্যমে ক্রয় করা হবে।

একই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে অল্প সময়ের ব্যবধানে বড় অংকের শেয়ার কেনার ধারাবাহিক ঘোষণা বাজারে বেশ আলোচিত হচ্ছে। সাধারণত, যখন কোনো শীর্ষ কর্মকর্তা বাজার থেকে বড় অংকের শেয়ার কেনেন, তখন সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানির ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা ও আর্থিক ভিত্তির ওপর আস্থা আরও সুদৃঢ় হয়।

উল্লেখ্য যে, এর আগে তিন দফায় ১৩ লাখ ৪০ হাজার শেয়ার ক্রয় করার কেনার ঘোষণা দিয়ে তা সম্পন্ন করেছিলেন তিনি। বর্তমান ঘোষণা অনুযায়ী শেয়ার কেনা শেষ হলে কোম্পানিতে তার শেয়ার সংখ্যা ২০ লাখ ৪০ হাজার বৃদ্ধি পাবে, যা কোম্পানির দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর প্রতি তার প্রতিশ্রুতিরই প্রতিফলন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে