ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন ডা. জাহিদ

২০২৫ ডিসেম্বর ১৮ ১৫:৫৯:১৪
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার ব্যাপারে চিকিৎসকরা আশাবাদী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার বয়স ও দীর্ঘদিনের অসুস্থতা বিবেচনায় নিতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময় পরিকল্পিতভাবে যথাযথ চিকিৎসা না দেওয়ায় তার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে যায়। সে কারণেই এবার তাকে কঠিন সময় পার করতে হচ্ছে।

তিনি আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড কাজ করছে। প্রতিদিন তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে এবং সন্ধ্যায় পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বোর্ডের পরামর্শ অনুযায়ী দেশেই তার চিকিৎসা চলছে। এখন পর্যন্ত তিনি নিয়মিতভাবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং সাম্প্রতিক দিনগুলোতে তার শারীরিক অবস্থার স্থিতিশীলতা বজায় রয়েছে।

উল্লেখ্য, খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন এবং ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে