ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

পেনশনার ও পরিবার সঞ্চয়পত্রে দারুণ খবর

২০২৬ জানুয়ারি ০৫ ১৫:৫১:১৩
পেনশনার ও পরিবার সঞ্চয়পত্রে দারুণ খবর

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, তা বাতিল করেছে সরকার। ফলে সঞ্চয়পত্রে আগের মুনাফার হারই বহাল থাকছে।

রোববার (৪ জানুয়ারি) রাতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে মুনাফার হার কার্যকর ছিল, তা আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে গত ৩০ ডিসেম্বর জারি করা মুনাফা হ্রাসসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

এর ফলে, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে যে হারে সঞ্চয়পত্রে মুনাফা দেওয়া হচ্ছিল, আগামী ছয় মাসেও বিনিয়োগকারীরা সেই হারেই মুনাফা পাবেন। স্কিমভেদে সর্বোচ্চ মুনাফার হার হবে ১১ দশমিক ৮২ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত।

বিনিয়োগের দুই ধাপ

দেশে প্রচলিত প্রতিটি সঞ্চয়পত্র স্কিমে বিনিয়োগকারীদের জন্য দুটি ধাপ নির্ধারণ করা রয়েছে—

প্রথম ধাপ: ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ

দ্বিতীয় ধাপ: ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগ

পরিবার সঞ্চয়পত্র

প্রথম ধাপের বিনিয়োগকারীরা মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে—

১ম বছর: ৯.৮১%

২য় বছর: ১০.২৯%

৩য় বছর: ১০.৮০%

৪র্থ বছর: ১১.৩৫%

৫ম বছর: ১১.৯৩%

দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা পাবেন—

১ম বছর: ৯.৭২%

২য় বছর: ১০.১৯%

৩য় বছর: ১০.৭০%

৪র্থ বছর: ১১.২৩%

৫ম বছর: ১১.৮০%

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র

প্রথম ধাপে মুনাফা—

৯.৭৪% থেকে সর্বোচ্চ ১১.৮৩%

দ্বিতীয় ধাপে মুনাফা—

৯.৭২% থেকে সর্বোচ্চ ১১.৮০%

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

প্রথম ধাপে—

১ম বছর: ১০.৬৫%

২য় বছর: ১১.২২%

৩য় বছর: ১১.৮২%

দ্বিতীয় ধাপে—

১ম বছর: ১০.৬০%

২য় বছর: ১১.১৬%

৩য় বছর: ১১.৭৭%

পেনশনার সঞ্চয়পত্র

প্রথম ধাপে সর্বোচ্চ মুনাফা—

১১.৯৮%

দ্বিতীয় ধাপে সর্বোচ্চ মুনাফা—

১১.৮০%

ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব

প্রথম ধাপে—

সর্বোচ্চ ১১.৮২%

দ্বিতীয় ধাপে—

সর্বোচ্চ ১১.৭৭%

সরকারের এই সিদ্ধান্তে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে পেনশনার, অবসরপ্রাপ্ত ও মধ্যবিত্ত বিনিয়োগকারীদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে