ঢাকা, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

আরবিএস ড্যাশবোর্ড চালু করল কেন্দ্রীয় ব্যাংক

২০২৬ জানুয়ারি ০৫ ১১:৩৯:৩৭
আরবিএস ড্যাশবোর্ড চালু করল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতে ঝুঁকি নিরূপণ ও তদারকিতে আমূল পরিবর্তন আনতে রিস্ক–বেসড সুপারভিশন (আরবিএস) ড্যাশবোর্ড চালু করেছে। রোববার (৪ জানুয়ারি) গভর্নর এ আধুনিক তদারকি ব্যবস্থার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, “দীর্ঘদিনের লক্ষ্য ছিল আরবিএস-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করা। এখন মূল কাজ হলো নির্ধারিত ফর্মুলা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা।”

আরবিএস কীভাবে কাজ করবে:

আগে ব্যাংক তদারকি হত অনসাইট (ব্যাংকে গিয়ে) ও অফসাইট (দফতরে বসে) পদ্ধতিতে।

নতুন ব্যবস্থায় ব্যাংকের সব তথ্য নির্দিষ্ট ফরম্যাটে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে।

তথ্যের নির্ভুলতা ও সময়ানুবর্তিতা গুরুত্বপূর্ণ; ভুল বা দেরিতে তথ্য দিলে ঝুঁকি মোকাবিলা কঠিন হবে।

বড় ঋণ অনুমোদনের আগে সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করা যাবে।

ড্যাশবোর্ড ও প্রযুক্তি:

প্রতিটি ব্যাংককে দেওয়া হবে লগইন আইডি ও পাসওয়ার্ড, নিজস্ব ড্যাশবোর্ডে তথ্য আপলোড করতে হবে।

তথ্য যাচাই হবে ‘সুপারভিশন ম্যাট্রিক্স’ অনুযায়ী।

আগে তথ্য সংগ্রহ হত টেমপ্লেট বা গুগল ড্রাইভের মাধ্যমে, যা ধীর ও অনিরাপদ ছিল।

সুপারভিশন কাঠামো:

১২টি ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট (BSD) গঠন করা হয়েছে।

ব্যাংকভিত্তিক টিমের নেতৃত্বে থাকবে লিড সুপারভাইজার।

তথ্য সাপ্তাহিক ও মাসিক হালনাগাদ করতে হবে।

প্রধান কার্যালয়ের এমডি/ডিএমডি একজন ‘ফোকাল পয়েন্ট’ হিসেবে দায়িত্ব পালন করবেন।

আন্তর্জাতিক প্রেক্ষাপট:

ভারতের আরবিআই ২০০৩ সালে পরীক্ষামূলক আরবিএস চালু করে, পরে ২০১২-১৩ থেকে বড় ব্যাংকগুলোতে সম্প্রসারণ।

বাংলাদেশ আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক মানের ঝুঁকিভিত্তিক তদারকি বাধ্যতামূলক করেছে।

বিশ্বব্যাংক আরবিএস বাস্তবায়নে নীতিমালা প্রণয়নে সহায়তা ও আইটি অবকাঠামো, প্রশিক্ষণ ও ড্যাশবোর্ড তৈরি করেছে।

চ্যালেঞ্জ:

ব্যাংকগুলোর তথ্য গোপন বা ম্যানিপুলেট করা।

কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের কারিগরি দক্ষতার ঘাটতি।

আইটি অবকাঠামোর দুর্বলতা ও রাজনৈতিক হস্তক্ষেপ।

বাংলাদেশ ব্যাংকের এই ডিজিটাল রূপান্তর খেলাপি ঋণের ঝুঁকি কমাতে ও ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে