ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
Sharenews24

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু

২০২৫ অক্টোবর ০২ ২২:২০:৫৬
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশি বোলারদের সামনে পাকিস্তানি ব্যাটাররা দাঁড়াতে পারেনি। নাহিদা আক্তার ও রাবেয়া খানের সুইংয়ে পাকিস্তান দলের ব্যাটিং ভেঙে যায় মাত্র ১২৯ রানে। বাংলাদেশি ব্যাটাররা সেই শক্ত ভিতে দাঁড়িয়ে ছড়িয়ে দিয়েছেন রান। বিশেষ করে রুবাইয়া হায়দারের ঝলকানি ব্যাটিং চোখে পড়ার মতো। তিনি ১১৩ বল খেলে অপরাজিত ফিফটি করে দলের জয় নিশ্চিত করেছেন। বাংলাদেশ ৭ উইকেটের ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে।

কলম্বোতে টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ১২৯ রান করে। দলের সর্বোচ্চ রান করেছেন রামিন শামিম, ২৩ রান। জবাবে বাংলাদেশ মাত্র ৩১ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

বাংলাদেশের ছোট লক্ষ্য তাড়ার শুরুটা ভালো যায়নি। ফারজানা হক ১৭ বল খেলে মাত্র ২ রান করেন। এরপর ৭ রানে ভেঙে যায় উদ্বোধনী জুটি। তিনে নেমে শারমিন আক্তারও ব্যর্থ হন, তার ব্যাট থেকে এসেছে ১০ রান।

৩৫ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসে নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ক রুবাইয়ার সঙ্গে মিলে তৃতীয় জুটিতে ৬২ রান যোগ করেন। জ্যোতি ২৩ রান করে আউট হলে ভাঙে সেই জুটি।

বাকি কাজ সহজে সম্পন্ন করেন রুবাইয়া ও সুবহানা মোস্তারি। বিশ্বকাপের মঞ্চে ওয়ানডে অভিষেকেই রুবাইয়া ফিফটি করেন। তিনি ৭৭ বলে অপরাজিত ৫৪ রান করেন। সুবহানা ১৯ বলে অপরাজিত ২৪ রান করেন।

বাংলাদেশের বল হাতে শুরুটা শক্তিশালী করে দেন মারুফা। ইনিংসের প্রথম ওভারেই তিনি ডাবল স্ট্রাইক করেন। পঞ্চম বলে ওমাইমা সোহেলকে বোল্ড করেন, পরের বলেই সিধরা আমিনের স্টাম্প ভাঙেন। দুই ব্যাটারই সাজঘরে ফেরেন।

পাকিস্তানকে ১২৯ রানে অলআউট করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নাহিদা ও রাবেয়া। নাহিদা আক্তার মুনিবা আলি ও রামিন শামিমকে সাজঘরে ফেরান। রাবেয়া খান সিধরা নাওয়াজকে লেগ বিফোর আউট করেন। ফাতিমা সানা ও নাটালিয়া পারভেজ উইকেটে টিকে থাকলেও ইনিংস বড় করতে পারেননি।

বাংলাদেশের হয়ে স্বর্ণা ৫ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া মারুফা ও নাহিদা দুইটি করে উইকেট পান। নিশিতা নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নেন।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে